চট্টগ্রামে সমাবেশ করতে চায় জামায়াত: অনুমতি নিতে সিএমপি কার্যালয়ে প্রতিনিধি দল

আগামী ২২ জুলাই চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদীঘি ময়দানে সমাবেশ করতে চায় মহানগর জামায়াত।
সমাবেশের অনুমতি নিতে শনিবার (১৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে যান জামায়াতের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল।
এ সময় জামায়াত নেতারা জানান, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, নায়েবে আমীর আ.ন.ম. শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম সরওয়ার ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরীসহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম ওলামাদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধসহ ১০ দফা দাবিতে আগামী ২২ জুলাই সংগঠনের উদ্যোগে লালদীঘি ময়দানে সমাবেশের উদ্যোগ নেওয়া হয়েছে। সমাবেশটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়নে পুলিশের সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করা হয়েছে।
সিএমপি কর্তৃপক্ষ সমাবেশ অনুষ্ঠানের ব্যাপারে পরে জানিয়ে দেবেন বলে জানিয়েছেন জামায়াত নেতা অ্যাডভোকেট শামসুল আলম।
বিভি/টিটি
মন্তব্য করুন: