পদযাত্রায় পুলিশের হামলা: বগুড়ায় বিএনপির সংবাদ সম্মেলন

পদযাত্রায় পুলিশের হামলা: বগুড়ায় বিএনপির সংবাদ সম্মেলন
বগুড়ায় সংবাদ সম্মেলনে জেলা বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশের হামলা পরিকল্পিত ও উস্কানিমূলক ছিল বলে দাবী করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নবাববাড়ি সড়কে জেলা যুবদল কার্যালয়ে জেলা বিএনপির সংবাদ সম্মেলনে দলটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা সরকারের পদত্যাগের এক দফা দাবীতে শান্তিপূর্ণ পদযাত্রায় শহরের ইয়াকুবিয়া মোড়ে পুলিশের হামলা, দলীয় নেতাকর্মীদের হতাহত ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের উপর কথা বলেন।
তিনি পুলিশের বর্বরোচিত হামলায় দলের জেলা ও উপজেলা পর্যায়ের ২ শতাধিক নেতাকর্মী আহত হবার দাবী করেন। আহত নেতাকর্মীরা বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গাবতলী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এনামুল হক নতুন সহ ৭ জনের গুলিবিদ্ধ হয়ে আহত হবার কথা এই সংবাদ সম্মেলনে জানানো হয়।
তিনি অভিযোগ করেন, পুলিশ শুধু বিএনপির পদযাত্রায় হামলা করেনি; এ সময় শহরের ইয়াকুবিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিতরে পুলিশের উপূর্যপরি নিক্ষেপ করা বিশেষ ধরনের টিয়ারসেলের বিষাক্ত ঝাঁঝালো গ্যাসে শতাধিক ছাত্রী অসুস্থ্য হয়ে পড়ে। সংবাদ সম্মেলনে মোঃ রেজাউল করিম বাদশা এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এই ঘটনার তদন্ত এবং দোষিদের শান্তি দাবী করেন।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, তার দলের কেউ ককটেল বিস্ফোরণ ঘটনার সাথে জড়িত নেই। সরকারের এজেন্টরা এসব ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান। সংবাদ সম্মেলনের সময় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: