• NEWS PORTAL

  • বুধবার, ০৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রামে আ. লীগের ক্যাম্পে হামলার পর বিএনপি অফিসে পাল্টা হামলা

প্রকাশিত: ২১:০৯, ১৯ জুলাই ২০২৩

ফন্ট সাইজ
চট্টগ্রামে আ. লীগের ক্যাম্পে হামলার পর বিএনপি অফিসে পাল্টা হামলা

চট্টগ্রামে বিএনপির পদযাত্রা শেষে ফেরার পথে চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের উপনির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দীন বাচ্চুর নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। বিএনপির কিছু কর্মী এ হামলা করেছে বলে অভিযোগ আওয়ামী লীগের। 

এদিকে এ ঘটনার জেরে বুধবার (১৯ জুলাই) বিকালে নগর বিএনপি অফিসে হামলা চালিয়েছে সরকার দলীয় লোকজন। এ সময় পার্টি অফিসের বাইরে বিএনপির ব্যানার ফেস্টুনে আগুন জ্বালিয়ে দেয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। 

জানা যায়, বুধবার বিকালে নগরীর কাজির দেউড়ীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের নেতৃত্বে সরকারের পদত্যাগের দাবীতে পদযাত্রা শুরু করে বিএনপি। পদযাত্রাটি নগরীর নিউ মার্কেট, কদমতলী হয়ে দেওয়ানহাট গিয়ে শেষ হয়। এরপর পদযাত্রা শেষে ফেরার পথে নগরীর লালখানবাজার এলাকায় চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের উপনির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দীন বাচ্চুর নির্বাচনী ক্যাম্পে হামলা করে বিএনপির কিছু কর্মী। এ সময় ক্যাম্পের ব্যানার, ফেস্টুন ছিড়ে ফেলেন তারা। এই এ ঘটনার জেরে বিকালে নগর বিএনপি অফিসে হামলা চালায় সরকার দলীয় লোকজন। এসময় ব্যানার ফেস্টুনে আগুন লাগিয়ে দেয় তারা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2