• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিএনপির রোডমার্চে নেতা-কর্মীদের বহনকারী গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রকাশিত: ১৪:০৯, ১৭ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৬:০৫, ১৭ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
বিএনপির রোডমার্চে নেতা-কর্মীদের বহনকারী গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

ছবি: বগুড়ায় ‘তারুণ্যের রোড মার্চ’ কর্মসূচিকে কেন্দ্র করে নাটোরের বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

রোডমার্চে যাওয়ার পথে নাটোরে বিএনপির নেতা-কর্মীদের বহনকারী মাইক্রোবাস ও প্রাইভেটকারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

হামলা ও মারপিটেরও অভিযোগ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। রবিবার (১৭ সেপ্টম্বর) সকালে সদর উপজেলার ডাল সড়ক, তেবারিয়া ও সৈয়দ মোড় এলাকায় এ ঘটনা হয়।

জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন জানান, রোর্ড মার্চ সফল করতে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মীরা গাড়ি নিয়ে বের হয়। এ সময় দিঘাপতিয়া ইউনিয়নের ডাল সড়ক এলাকায় বিএনপি নেতা কর্মীদের বহনকরা গাড়ি থামিয়ে সরকারি দলের নেতা কর্মীরা মারধর করে এবং গাড়িতে আগুন দেয়। সৈয়দ মোড় ও তেবারিয়া এলাকায় নেতা কর্মীদের আরো দুটি গাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগ করা হয়েছে।

বিভি/রিসি

মন্তব্য করুন: