‘বিএনপি নির্বাচনে না এলেও তাদের নেতারাই অন্য প্লাটফর্মে আসবে’
বিএনপি নির্বাচনে না এলেও তাদের দলের নেতারা নতুন প্লাটফর্মে নির্বাচনে আসছে। যথাসময়েই নিবাচন হবে। বিএনপি নির্বাচনে আসুক আমরা তাই চাই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি একথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে বিশৃঙ্খলা করার উদ্দেশ্যে আগামী নির্বাচন ভূণ্ডল করতে বিএনপি নানান কর্মসূচি দিচ্ছে। পাল্টা কর্মসূচি হিসেবে নয়, দেশের শান্তি-শৃঙ্খলা কেউ যাতে নষ্ট করতে না পারে এজন্য জনগণের পাশে আছে আওয়ামী লীগ।
তিনি বলেন, বিএনপি পুরোনো গাড়ীর রুপ ধরে নানা কর্মসূচি দিচ্ছে। বিএনপি পুরোনো গাড়ীর মতো বসে গেছে। ব্যাটারি যাতে ডাউন না হয় এজন্য নানা কর্মসূচি দেয়। বিএনপি আন্দোলন সামনের দিকে নিতে পারবে না। কয়দিন পর তাদের সব কিছু শেষ হয়ে যাবে।
ভিসানীতিতে বিএনপির অতো পুলকিত হওয়ার কারণ নেই বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ভিসানীতিতে বিরোধী দলের নেতাকর্মীর নামও আছে। আমাদের খুঁচাখুঁচিতে তারা একটু ভিসানীতি দিয়েছে। এতে আওয়ামী লীগের কিছু আসে যায় না।
নির্বাচন পর্যন্ত দলের নেতাকর্মীদের মাঠে থাকারও আহ্বান জানান হাছান মাহমুদ।
একই সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান বলেন, বিদেশীরা বিএনপিকে মজা করার জন্য পুতুলের মতো নাচাচ্ছে। বিএনপি বলে তাদের নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে তারা নতুন কোনো আবেদন করবেন না। ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছে। তারা খালেদা জিয়ার মুক্তি চায় না, তাকে নিয়ে ষড়যন্ত্র করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আলটিমেটাম দিয়ে লাভ হবে না।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, শেখ হাসিনার সরকারে অধীনে যথাসময়ে নির্বাচন হবে। কোনো উল্টা কাজ করলে, নির্বাচন বানচাল করতে চাইলে বিএনপি রাজপথে জবাব দেওয়া হবে।
আড়াই মাস নেতাকর্মীদের মাঠে থাকতে হবে বলেও জানান তিনি।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, বিএনপি ২০১৩, ১৪,১৫ সালে হরতাল অবরোধ করে ব্যর্থ হয়েছে। তারা যত হুমকি দিবে আওয়ামী লীগ কর্মীরা আরও বেশি উজ্জীবিত হবে। রাজপথে মোকাবেলা করবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। দলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করতে হবে।
বিভি/কেএস




মন্তব্য করুন: