• NEWS PORTAL

  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

কাজী ফিরোজ সরে দাঁড়ানোয় ভারমুক্ত সাঈদ খোকন, শঙ্কা কাটছে না ভোটারদের (ভিডিও)

প্রকাশিত: ২২:৪২, ১৭ ডিসেম্বর ২০২৩

আপডেট: ২২:৪৩, ১৭ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ

দশ বছর পর ঢাকা-৬ আসনে নিজ দলের প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।পুরান ঢাকার ওয়ারী, গেন্ডারিয়া, সূত্রাপুর, কোতয়ালীর একাংশ ও নাজিরাবাজার নিয়ে গঠিত এই আসনে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন নৌকা প্রতীক নিয়ে লড়বেন।

বিএনপিসহ মাঠের বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করার পরে এই আসনে গরুত্বপূর্ণ প্রার্থী ছিলেন বর্তমান সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এই আসনে নৌকার দৃশ্যত শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তবে এনপিপি, তৃণমূল বিএনপি এবং ইসলামী ঐক্য জোটের প্রার্থীদের দুর্বল মনে করছেন না সাঈদ খোকন। 

দুই সংসদ পরে ঢাকা-৬ আসনে দলীয় প্রার্থী পেয়ে স্থানীয় আওয়ামী লীগের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। 

বিএনপি নির্বাচন বর্জন করায় সাধারণ ভোটারদের মাঝে শঙ্কা কাজ করছে। 

এর আগে দুই মেয়াদে এই আসনে সংসদ সদস্য ছিলেন জাতীয় পার্টির কো- চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ। আগেই তিনি বাংলাভিশনকে জানিয়েছিলেন, আওয়ামী লীগের প্রার্থী থাকবলে নির্বাচনে লড়বেন না তিনি।

কাজী ফিরোজ রশীদ জানান, আওয়ামী লীগের শক্তি ও জনসমর্থন নিয়ে বিগত নির্বাচনগুলোতে জয়ী হন তিনি। তাই এবার মিত্র আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানাতে চান না জাতীয় পার্টির এই হেভিওয়েট নেতা। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2