• NEWS PORTAL

  • সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সংসদে ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধের দাবি জানালেন নায়ক ফেরদৌস

প্রকাশিত: ১৭:৪৮, ১২ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৭:৪৮, ১২ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
সংসদে ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধের দাবি জানালেন নায়ক ফেরদৌস

ঢালিউডের জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ বর্তমানে রাজনৈতিক অঙ্গনের সুপরিচিত নাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য হয়েছেন রুপালি পর্দার এই নায়ক। সোমবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে ‘ওয়ান টাইম’ প্লাস্টিকের ব্যবহার বন্ধে সরকারের সংশ্লিষ্ট সংস্থার পদক্ষেপ দৃশ্যমান নয় বলে মন্তব্য করেন সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। 

রবিবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে ৭১ বিধির জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশে তিনি অবিলম্বে এ ধরনের প্লাস্টিক পণ্য বন্ধের দাবি জানিয়েছেন।

ফেরদৌস আহমেদ সংসদে বলেন, 'আমরা অতি মাত্রায় প্লাস্টিক পণ্য নির্ভর হয়ে পড়ছি। বিভিন্ন অনুষ্ঠানে ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহারের পর আমরা যত্রতত্র ফেলে দিই। ফেলে দেওয়া এসব প্লাস্টিক পণ্য বছরের পর বছর মাটির নিচে থাকলেও পচে না। বর্তমানে ওয়ান টাইম প্লাস্টিক বাংলাদেশসহ গোটা বিশ্বের মাথাব্যথার কারণ। কারণ এগুলো পরিবেশের ভয়ংকর ক্ষতি করে। তাই এ ধরনের পণ্য বন্ধ করতে না পারলে পরিবেশ রক্ষা করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।'

সাংসদ অভিনেতা ফেরদৌসের এই দাবীর পরিপ্রেক্ষিতে ফেরদৌসকে ধন্যবাদ জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন,'সারাদেশে প্রতিদিন ৩০ হাজার টন কঠিন বর্জ্য উৎপাদন হচ্ছে। ঢাকা শহরে হচ্ছে প্রায় ৭ হাজার টন। এর মধ্যে ১০ শতাংশ ওয়ান টাইম প্লাস্টিক। আমরা আগামী দুই বছরে এর ৯০ শতাংশ কমাতে চাই। আমরা এর উৎপাদন ও বিতরণ বন্ধ করতে চাই। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।'

তিনি আরো বলেন, 'মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমি ১০০ দিনের যে কর্মপরিকল্পনা ঘোষণা করেছি, সেখানেও দূষণের বিষয়টি নিয়ে আসছি। আমরা এসব পণ্য তৈরির সঙ্গে সম্পৃক্তদের ওপর দায় দিতে চাই।'

চিত্রনায়ক ফেরদৌসের এই দাবি অনুযায়ী ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার করা বন্ধ হলে পরিবেশের উন্নয়নে এটি বিশাল ভূমিকা রাখবে।

 

বিভি/জোহা/রিসি 

মন্তব্য করুন: