• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

পটুয়াখালীতে জমজমাট নির্বাচনী প্রচার, এগিয়ে আছেন ‘গরিবের ডাক্তার’

কে এম শাহাদাত হোসেন

প্রকাশিত: ১১:৩৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ

পটুয়াখালীতে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। আগামী ৯ মার্চ এই পৌরসভার ভোট গ্রহণ হবে। নির্বাচনের মাঠে এবারও জনপ্রিয়তায় এগিয়ে গরিবের ডাক্তার হিসেবে পরিচিত সাবেক পৌর মেয়র ডাক্তার মো. শফিকুল ইসলাম। এরই মধ্যে তিনি সাধারণ ভোটারদের মাঝে প্রচার প্রচারণা শুরু করছেন।

পটুয়াখালী পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই আর প্রত্যাহার পর্ব শেষে হয়েছে প্রতীক বরাদ্দ। প্রতীক পেয়েই প্রচারণা চালাতে মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। মেয়র পদে প্রতিদ্বন্দ্বী ডা. মো. শফিকুল ইসলামসহ পাঁচজন। 

ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ডা. শফিকুল ইসলাম 'গরিবের ডাক্তার' হিসেবে পরিচিত। এর আগে তিনি পটুয়াখালী পৌরসভার আট বছর মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে ফুট ওভারব্রিজ, দুই লেনের সড়ক, আধুনিক ঈদগাহ ময়দানসহ নানা  উন্নয়নমূলক কাজ করে শহরবাসীর নজর কেড়েছেন। তার কাজের স্বীকৃতি দিতে চান ভোটাররা।

পটুয়াখালীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চান এই মেয়ারপ্রার্থী।

৯ মার্চ ইভিএম-এ শহরের ২৪টি ভোটকেন্দ্রে ভোট নেয়া হবে। এবার পৌরসভার মোট ভোটার ৫০ হাজার ৬৯৯ জন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2