• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

সরকার সমর্থিত কয়েকটি কোম্পানি বাজার নিয়ন্ত্রণ করছে: গণতন্ত্র মঞ্চ

প্রকাশিত: ১৪:৪৩, ১৮ মার্চ ২০২৪

আপডেট: ১৪:৪৪, ১৮ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
সরকার সমর্থিত কয়েকটি কোম্পানি বাজার নিয়ন্ত্রণ করছে: গণতন্ত্র মঞ্চ

গণতন্ত্র মঞ্চের নেতাদের অভিযোগ, দেশে আইয়্যামে জাহিলিয়া বা অন্ধকারের যুগ চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। যত দিন আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকবে, ততদিন মানুষের দুর্ভোগ বাড়বে বলেও মন্তব্য করেন তারা।  

সোমবার (১৮ মার্চ) বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে, গণতন্ত্র মঞ্চ। এ সময় বিরোধী নেতারা আভিযোগ করেন, মানুষকে জিম্মি করে দেশে দখলদারিত্ব কায়েম করেছে সরকার। ক্ষমতাসীন দলের লোকেরাই বাজারে চাঁদাবাজির সাথে জড়িত। সে কারণেই কমছে না দ্রব্যমূল্য।

মঞ্চের নেতারা আবারও অভিযোগ করেন, সরকার সমর্থিত কয়েকটি কোম্পানি বাজার নিয়ন্ত্রণ করছে। দাম বাড়িয়ে সে টাকা ভাগবাটোয়ারা করে নিচ্ছে সরকারি দলের নেতারা। বর্তমান সরকারের হাতে দেশের স্বাধীনতা নিরাপদ নয় বলেও মন্তব্য করেন, বিরোধী নেতারা।

বিভি/রিসি

মন্তব্য করুন: