• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

বিএনপির নেতা-কর্মীর বউয়েরা ভারতীয় শাড়ি খুব একটা পরে না: রিজভী

প্রকাশিত: ১৩:৫০, ২৮ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
বিএনপির নেতা-কর্মীর বউয়েরা ভারতীয় শাড়ি খুব একটা পরে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির নেতাকর্মীর বউয়েরা খুব একটা ভারতীয় শাড়ি পরে না। জানান, বিএনপি অন্যের কাছে দ্বারস্থ হবে না, নিজেরাই সাবলম্বী হবে। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) হামলা-মামলা,-গুমের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের গুলশান কার্যালয়ে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দমন নির্যাতন আওয়ামী লীগের হাতিয়ার। এটা না করলে ক্ষমতায় থাকতে পারবে না। সারাদেশে একটা ভীতিকর, ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকতে বিভিন্ন কৌশলে নির্বাচন ব্যবস্থাকে হাতিয়ার বানিয়েছে বলে অভিযোগ তার।

জানান, ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে বিএনপি সর্বাত্মক চেষ্টা করছে। যারা গণতন্ত্র চায় তাদের সবাইকে মিলে অতীতের মতো ঐক্যবদ্ধ করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানান তিনি। 

বিভি/রিসি

মন্তব্য করুন: