জনগণের দুর্ভোগ নিয়ে সরকারের কোনো চিন্তা নেই, তিনি আছেন ভারত সফর নিয়ে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের প্রতি কোনো দায় নেই বলেই এতো প্রাকৃতিক দুর্যোগেও সরকারের কোনো ভ্রূক্ষেপ নেই।
বৃহস্পতিবার (২০ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী দাবি করেন, সিলেটে বন্যা ও ধ্বংস সমার্থক হয়ে দাঁড়িয়েছে। পাহাড়ি ঢল মেঘভাঙ্গা বৃষ্টিপাতে বৃহত্তর সিলেটে বন্যা ধ্বংসের তাণ্ডবলীলা চালাচ্ছে।
সরকারের উদাসীনতায় এ পরিস্থিতি দাবি করে রিজভী বলেন, সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে জনগণ। রিজভী বলেন, উন্নয়নের নামে বাঁধ নির্মাণের কারণে এ ভোগান্তি। বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকারের উন্নয়ন খসে পড়ছে, দিন-দিন মানুষের দুর্ভোগ বাড়ছে।
তিনি বলেন, এসব নিয়ে সরকারের কোন চিন্তা নেই, সরকার আছে ভারত সফর নিয়ে। রিজভীর অভিযোগ, বাংলাদেশ দখল করে নিয়েছে দুর্বৃত্ত, সন্ত্রাসী আর সিন্ডিকেটবাজরা। নৈরাজ্যের কালো ছায়া সারা বাংলাদেশকেই ঢেকে ফেলেছে।
বিভি/রিসি
মন্তব্য করুন: