• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে অবাঞ্চিত ঘোষণা

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ২২:৫০, ২৮ জুন ২০২৪

ফন্ট সাইজ
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে অবাঞ্চিত ঘোষণা

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে রাজশাহীতে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। যুবলীগ, ছাত্রলীগ এবং শ্রমিক লীগের সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। একই সাথে শহরের যেখানে তাকে দেখা যাবে সেখানেই প্রতিরোধের ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা।

রাজশাহী বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের হত্যাকারীর ইন্ধনদাতা হিসেবে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে দায়ি করে বৃহস্পতিবার আপত্তিকর বক্তব্য দেন শাহরিয়ার আলম। প্রতিবাদে শুক্রবার বিকালে সাহেব বাজার জিরো পয়েন্টে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে যুবলীগ, স্বোচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগ।

সভা শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে শাহরিয়ার আলম এমপির কুশ পুত্তলিকা দাহ করা হয়। বক্তারা শাহরিয়ার আলম কে হাইব্রিড নেতা আখ্যা দিয়ে বলেন, মন্ত্রীত্ব হারিয়ে পাগলের প্রলাপ বকছেন তিনি। 

আওয়ামী লীগের ত্যাগী নেতাদের হৃদয়ে আঘাতে করে দেয়া বক্তব্যের জন্য অবিলম্বে ক্ষমা চাওয়ার আহবান জানান নেতারা। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2