• NEWS PORTAL

  • শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে আরেক বিএনপি নেতার মামলা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

প্রকাশিত: ১২:৪১, ৩ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে আরেক বিএনপি নেতার মামলা

ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ও এমরান সালেহ প্রিন্স

বহিষ্কৃত বিএনপি'র ময়মনসিংহ দক্ষিণ জেলার যুগ্ন আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে  অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির পক্ষ থেকে ভালুকা থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) রাত ১০.৩০ মি: বিএনপির পক্ষে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ভালুকা থানায় এজাহার দায়ের করেছেন । 

এজাহারে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেরার জন্য অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে কতিপয় ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত রয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দলীয় নেতৃত্ব এবিষয়ে সকলকে বার বার সতর্ক করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসকল অপকর্মের সাথে জড়িত, দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে  এখন শুধুমাত্র সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নেতাকর্মীদের  ১৫ বছরের আত্মত্যাগ এবং কমিটমেন্ট কতিপয় ব্যক্তির অপকর্মের জন্য প্রশ্নবিদ্ধ হতে পারে না। তারেক রহমান সহ দলের হাইকমান্ড এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2