• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিএনপিতে চাঁদাবাজদের কোন জায়গা নেই: আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৭, ৬ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
বিএনপিতে চাঁদাবাজদের কোন জায়গা নেই: আমান উল্লাহ আমান

আমান উল্লাহ আমান

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপিতে চাঁদাবাজদের এখন কোন জায়গা নেই। অতীতের মত এখন আর কাউকে চাঁদা দিতে হয় না। আমরা কেরানীগঞ্জের হযরতপুর, কলাতিয়া ও রোহিতপুর বাজারের  খাজনা মওকুফ করে দিয়েছি। বিএনপি'র পক্ষ থেকে এই খাজনা সরকারকে পরিশোধ করা হবে।  

তিনি আরও বলেন, কেউ চাঁদা চাইলে তাকে পুলিশে  দিবেন। রাস্তার পাশে  গ্যাস সিলিন্ডার রাখা যাবে না। রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার না রাখলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটতো না। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করার জন্য জেলা প্রশাসক এবং কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনকে অনুরোধ করা হবে।

রবিবার বিকেলে কেরানীগঞ্জের রোহিতপুর বোর্ডিং এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা মডেল থানা শাখা বিএনপি'র সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হক মনির, মৎস্যজীবী দলের নেতা মো. রুহুল আমিন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অলিউল্লাহ সেলিম প্রমূখ। 

এর আগে শনিবার রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায়  তিন জন নিহত হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2