‘ফ্যাসিস্ট আ. লীগের মিছিলে পুলিশ নিস্ক্রিয় থাকলে কঠোর ব্যবস্থা’

ছবি: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর যাতে মিছিল করতে না পারে সে বিষয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে, এক্ষেত্রে পুলিশ নিস্ক্রিয় থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মিথ্যা মামলায় কাউকে গ্রেফতার না করারও নির্দেশনা দেন তিনি।
শনিবার (১৯ এপ্রিল) সকালে ঝটিকা সফরে রাজধানীর বিভিন্ন থানার কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রথমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার কার্যক্রম পরিদর্শন করেন তিনি। কথা বলে পুলিশ সদস্যদের সাথে।
এরপর বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ফ্যাসিস্টের যেকোন কার্যক্রমে পুলিশ নীরব থাকলে নেওয়া হবে ব্যবস্থা। পরে উত্তরা পশ্চিম থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। থানায় সেবা প্রত্যাশীদের সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন তিনি।
নিচের সারির পুলিশ সদস্যদের সুবিধার জন্য একই বিভাগে পোস্টিংয়ের বিষয়ে চিন্তা করছে সরকার বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
বিভি/এমআর
মন্তব্য করুন: