ক্ষমতার ভারসাম্য ও সংবিধান সংস্কারের ওপর জোর গণসংহতির

ছবি: ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী
রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদ ৫ বছর করে রাখার পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতিতে এতথ্য জানান দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি জানান, ৫টি কমিশনের প্রস্তাবনা নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করছেন তারা। এর আগে আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্র সংস্কারের উদ্যোগ অন্তর্বর্তী সরকারের নয়, এটা বাংলাদেশের গণমানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফলাফল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার উদ্দেশ্য থাকবে একটি জাতীয় সনদ তৈরি করা। জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায়।
সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের আরও বলেন, চব্বিশের আন্দোলনের যারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, তাদের পুনর্বাসনে অন্তর্বর্তী সরকার আরও বেশি দায়িত্বশীল হতে পারতো।
বিভি/এমআর
মন্তব্য করুন: