• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বগুড়া জেলা মহিলা দলের প্রতিষ্ঠাতা মজিরুন নেছা মিলুর খোঁজ নিচ্ছে না কেউ

প্রকাশিত: ১২:০৩, ২৮ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:০৩, ২৮ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
বগুড়া জেলা মহিলা দলের প্রতিষ্ঠাতা মজিরুন নেছা মিলুর খোঁজ নিচ্ছে না কেউ

প্রবীণ রাজনীতিবিদ বগুড়া জেলা মহিলা দলের প্রতিষ্ঠাতা মজিরুন নেছা মিলু বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে অনেকটা অবচেতন অবস্থায় দিন কাটাচ্ছেন। তার জন্য প্রয়োজন উন্নত চিকিৎসা। দলের থেকে কেউ খোঁজ-খবর না নেওয়ায় হতাশ স্বজনরা। 

মানবসেবা ও রাজনীতিতে জীবন উৎসর্গকারী বগুড়ার নারীনেত্রী মজিরুন নেছা মিলু। ৪২ বছরের রাজনীতিতে তিনি দলকে শুধু দিয়েই গেছেন। বাড়ি-ঘর বিক্রি করার অর্থ অকাতরে ব্যয় করেছেন দলের জন্য। বর্তমানে নানা জটিল রোগে আক্রান্ত মজিরুন নেছা। সম্প্রতি দলের সাবেক এমপি হেলালুজ্জামান লালুর ব্যবস্থাপনায় তার চিকিৎসা চলছে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে। 

জাতীয়তাবাদী মহিলা দল বগুড়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভানেত্রী ছিলেন মজিরুন নেছা মিলু। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন তিনি সাহসী ভূমিকা রাখেন। 
   

বগুড়ার কাহালু উপজেলার গুড়বিশা গ্রামের পূর্ব পাড়ার বাড়িতে বসবাস করেন নিঃসন্তান মজিরুন নেছা। ভালবাসেন পশুপাখিদের।এলাকাবাসী জানায়, তাদের যত্ন নিয়েই কাটতো তার দিন।
 
উন্নত চিকিৎসায় অশীতিপর মজিরুন নেছা মিলুকে ঢাকায় আনা জরুরি বলে জানান স্বজনরা। 

বিভি এ/আই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2