• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

গণতন্ত্র আর বিএনপি এক ও অভিন্ন: গয়েশ্বর

প্রকাশিত: ১৮:৩৪, ১ মে ২০২৫

ফন্ট সাইজ
গণতন্ত্র আর বিএনপি এক ও অভিন্ন: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র আর বিএনপি এক ও অভিন্ন। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকে আমি একভাবেই মাপতে চাই।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্র ফেরাতেই ফ্যাসিবাদ তাড়াতে হয়েছে। তবে গণতন্ত্র এখনও আলোর মুখ দেখেনি, চোরাবালিতে আটকে আছে। 

তিনি আরও বলেন, এই অবস্থার পরিবর্তন হবে। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র আলোর মুখ দেখবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আরাকানের সঙ্গে অন্তর্বর্তী সরকার সাত শর্তে চুক্তি করেছে। তারা সেই শর্ত প্রকাশ করছে না কেন? শেখ হাসিনাও এমন শর্ত দিয়ে চুক্তি করেছিল। যা প্রকাশ করা হয়নি। দেখা যাবে, এমন চুক্তি করেছে, যা একসময় দেশের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়াবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2