• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

কার স্বার্থে করিডর দেওয়ার সিদ্ধান্ত, তা জানাতে হবে: আমীর খসরু 

প্রকাশিত: ২২:২৯, ১ মে ২০২৫

ফন্ট সাইজ
কার স্বার্থে করিডর দেওয়ার সিদ্ধান্ত, তা জানাতে হবে: আমীর খসরু 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কার স্বার্থে, কাদের মতামত নিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে করিডর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা বাংলাদেশের মানুষকে জানাতে হবে। এই করিডর দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার অন্য কোনো চিন্তা তাদের ভাবনায় আছে কি না-সে বিষয়েও সন্দেহ পোষণ করেন তিনি। 

তিনি বলেন, যুদ্ধকালীন কোনো রাষ্ট্রের সম্মুখভাগে থেকে বাংলাদেশের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে দেওয়া হবে না। মিয়ানমারে রাখাইন রাজ্যে মানবিক করিডর দেওয়ার বিষয়ে যারা কথা বলছে তারা সেটা বুঝে বলছেন কি-না, সে প্রশ্নও রাখেন বিএনপির এই সিনিয়র নেতা।

তিনি বলেন, না বুঝে বললে মাফ পাওয়া যাবে কিন্তু বুঝে বললে বাংলাদেশের মানুষকে এর প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। বৃহস্পতিবার (১ মে) বিকালে চট্টগ্রাম মহানগরীর কাজীরদেউড়িস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনের সড়কে মহান মে দিবস উপলক্ষে বিভাগীয় শ্রমিক মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। 

বিএনপির এ নেতা বলেন,  সুবিধাবাদী একটি গোষ্ঠী যাদের আন্দোলন সংগ্রামে কোনো ভূমিকা ছিলো না, তারা এখন ক্ষমতায় বসে মজা মারছে। তাই এখন আর তারা নির্বাচনে যেতে চায় না, কারণ নির্বাচনে গেলে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে তখন আর এই মজা ভোগ করতে পারবে না। তাই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একেকদিন একেক বয়ান নিয়ে তারা হাজির হচ্ছে। 

তিনি বলেন, যারা গণতন্ত্রকে, নির্বাচনকে বিভিন্ন ধোঁয়াশা সৃষ্টির মাধ্যমে বিলম্বিত করছে, তাদের খায়েস এদেশের মানুষ পূরণ হতে দিবে না। দ্রুত নির্বাচনী রোডম্যাপ দিয়ে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শ্রমিক সমাবেশে চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, বিভাগীয় শ্রমিক দলের সভাপতি নাজিম উদ্দীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2