সার্কাস করে নয়, বিনিয়োগ আসবে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে বিনিয়োগের সার্কাস চলছে। সার্কাস করে বিনিয়োগ আসবেনা, বিনিয়োগ আসবে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে। বিদেশী বিনিয়োগ আনতে হলে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। আর রাজনৈতিক স্থিতিশীলতা আসবে জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও বাংলাদেশে এখনো গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসেনি, ফলে রাজনৈতিক স্থিতিশীলতাও আসেনি।
শুক্রবার (৯ মে) বিকালে চট্টগ্রামের একটি কনভেনশন হলে ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’ এবং ‘কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এ সেমিনার হয়। এসময় আমীর খসরু আরো বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি চাকরির ব্যবস্থা করবে। নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে সেই বন্দোবস্তের জন্যই বিএনপির ৩১ দফা বলেও জানান তিনি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে সেটি বুঝতে না পারলে কোনো রাজনৈতিক দল ও রাজনীতিবিদের রাজনৈতিক কোনো ভবিষ্যত নাই বলেও মন্তব্য করেন তিনি।
সেমিনারে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেনী-পেশার তরুণরা উপস্থিত ছিলেন। এ আয়োজনে তরুণদের উদ্যোক্তা হতে ও উদ্ভাবনী কাজ করতে উৎসাহিত করা হয়।
বিভি/এসজি
মন্তব্য করুন: