• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

‘ভারতীয় ষড়যন্ত্রে ড. ইউনূসকে বিরক্ত করা হচ্ছে’

প্রকাশিত: ২০:২০, ২৩ মে ২০২৫

ফন্ট সাইজ
‘ভারতীয় ষড়যন্ত্রে ড. ইউনূসকে বিরক্ত করা হচ্ছে’

ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের অনুরোধে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। এখন ভারতীয় ষড়যন্ত্রে বারবার তাকে সংস্কার কাজে বাধা দিয়ে বিরক্ত করা হচ্ছে, বলেছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির।

শুক্রবার (২৩ মে) বিকালে বাংলাভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে জয়নাল আবেদীন শিশির বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে পদত্যাগের দিকে ঠেলে দিতে চাইছে একটি চক্র। দিল্লী থেকে আরেকটি এক এগারো ঘটানোর ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, এনসিপি ইতোমধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে। জাতীয় স্বার্থে মতাদর্শগত বিভেদ ভুলে বিএনপির সাথেও কাজ করতে চায় এনসিপি।

তবে, উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়ার সময় বিএনপির মনে রাখা উচিত তাদের দেয়া তালিকা থেকেও অনেকে উপদেষ্টা হয়েছেন।

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2