• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

জুলাই শহীদদের রক্তের অমর্যাদা করে নির্বাচন চাই না: জামায়াত আমীর

প্রকাশিত: ১৬:০১, ৮ জুন ২০২৫

আপডেট: ১৭:১৫, ৮ জুন ২০২৫

ফন্ট সাইজ
জুলাই শহীদদের রক্তের অমর্যাদা করে নির্বাচন চাই না: জামায়াত আমীর

জামায়াত সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জুলাই আন্দোলনের শহীদের রক্তের অমর্যাদা হয়, এমন নির্বাচন দেখতে চান না বলেও জানান তিনি।

রবিবার (৮ জুন) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

জামায়াত আমীর বলেন, অন্য কোনো দেশ আমাদের দেশে হস্তক্ষেপ করুক এটা কাম্য নয়, আমরাও কোনো দেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। আমরা সবার বন্ধু হয়ে থাকতে চাই।

সভায় আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারি ইয়ামির আলীসহ অন্যরা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2