• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

ড. ইউনূস-তারেক রহমান বৈঠকের পর যা বললেন মির্জা ফখরুল

প্রকাশিত: ১৯:৪০, ১৩ জুন ২০২৫

ফন্ট সাইজ
ড. ইউনূস-তারেক রহমান বৈঠকের পর যা বললেন মির্জা ফখরুল

ছবি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান দেশকে সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাবার স্বপ্ন দেখিয়েছেন। এই দুই নেতা প্রমান করলেন বাংলাদেশের মানুষ এখনও প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে। অতীতের ছোটখাটো ভুল বোঝাবুঝি ভুলে জাতীয় ঐক্যকে আরো দৃঢ় করে দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যাবার ওপর জোর দেন মির্জা ফখরুল।

লন্ডনে বহুল আকাঙ্খিত বৈঠক শেষে গুলশান কার্যালয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যৌথ ঘোষণায় বলা হয়েছে সৌহাদ্যপুর্ণ পরিবেশ এবং সুন্দরভাবে বৈঠক হয়েছে। নির্বাচন ইস্যুতে তারেক রহমানের প্রস্তাবে প্রধান উপেদেষ্টা সম্মত হয়েছেন। 

গণতন্ত্র একদিনের বিষয় না, চর্চার বিষয় উল্লেখ করে মির্জা ফখরুলের আহ্বান, সোশ্যাল মিডিয়ায় বকাবকি, একে অপরকে গালাগালি বন্ধ করে জাতীয় ঐক্য সৃষ্টি করে দেশকে পুনর্গঠনে এগিয়ে যাওয়ার। 

গণতন্ত্রের জন্য এতো বছরের সংগ্রাম, রক্তদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপি মহাসচিব। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2