• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

নির্বাচন নিয়ে সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

প্রকাশিত: ১৪:০৮, ১৪ জুন ২০২৫

আপডেট: ১৪:০৮, ১৪ জুন ২০২৫

ফন্ট সাইজ
নির্বাচন নিয়ে সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

লন্ডনে অন্তর্বর্তী সরকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে যে আলাপ আলোচনা হয়েছে তা সকল রাজনৈতিক দল ও দেশবাসীর কাছে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক।

শনিবার (১৪ জুন) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পার্টির সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সাইফুল হক বলেন, এই বৈঠক সরকারের সাথে রাজনৈতিক দলের যে বিরোধ ছিলো তা দূর হবে। তবে, সরকারের উচিৎ তারেক রহমানের সাথে যে বৈঠক হইছে তা সব রাজনৈতিক দলের কাছে খোলসা করা। নির্বাচন নিয়ে সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দ্রুত বিচার শেষ করতে হবে। আগামী জুন-জুলাইয়ের মধ্যে জুলাই সনদ তৈরি করতে ও কমিশনের যাবতীয় কাজ শেষ করতে ঐক্যমত কমিশনের প্রতি আহ্বানও জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2