• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় জামায়াত

প্রকাশিত: ১৫:১৪, ২৫ জুন ২০২৫

ফন্ট সাইজ
অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় জামায়াত

জামায়াতে ইসলামী অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হলে জনমতের প্রতিফলন হয় না। ভোট নিরপেক্ষ হয় না। 

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনেরও দাবি জানায় দলটি। 

বুধবার (২৫ জুন) সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এসব বলেন তিনি। নির্বাচন কমিশন ভবনে বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।

নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেয়ার মাধ্যমে আগামী দিনে নির্বাচন করতে আর কোনো বাঁধা থাকলো না বলে জানিয়েছেন হামিদুর রহমান আজাদ।

তিনি বলেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে নির্বাচন কমিশনকে ভূমিকা রাখতে হবে। আর সংসদে আনুপাতিক হারে প্রতিনিধিত্বের কথা ও জানান তারা। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2