ছাত্রদল নেতাদের বহিষ্কারাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

পঞ্চগড়ের বোদায় কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জীবন সরকার ও পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল ইমনকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বোদা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাবেশে রূপ নেয়।
বিক্ষোভ ও সমাবেশে অংশ নেন বোদা উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, “জীবন সরকার ও নাজমুল ইমন সহ চার জনকে কোনো যৌক্তিক কারণ ছাড়াই ষড়যন্ত্রমূলকভাবে বহিষ্কার করা হয়েছে। এটি ছাত্রদলের ভেতরে চলমান রাজনৈতিক প্রতিহিংসার একটি বহিঃপ্রকাশ।”
তারা অভিযোগ করেন, বহিষ্কারের সিদ্ধান্তটি কেন্দ্র থেকে একতরফাভাবে নেওয়া হয়েছে, যা তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের জন্ম দিয়েছে। বক্তারা অবিলম্বে এই অবিচারমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করে বহিষ্কৃত দুই নেতাকে পুনর্বহাল করার দাবি জানান।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই অনিয়ম ও ষড়যন্ত্রমূলক রাজনীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন থেমে থাকবে না। কেন্দ্র যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আগামী দিনে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে।”
সমাবেশে বক্তব্য রাখেন বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল, পাথরাজ কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাজেদুর সরকার মুন্না, কলেজ শাখার আহ্বায়ক আবু সাইদ প্রামাণিক এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল আহসান।
বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল বলেন, “আমরা চাই কেন্দ্রীয়ভাবে একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ৪ জনকে পুনর্বহাল করা হোক। একইসঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তদন্ত করে তার বহিষ্কার নিশ্চিত করতে হবে।”
বিভি/এজেড
মন্তব্য করুন: