তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে মানিকগঞ্জে কৃষক দলের বিক্ষোভ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তি করার প্রতিবাদে মানিকগঞ্জ জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে কৃষকদলের নেতাকর্মীরা।
শুক্রবার (১৮ জুলাই) সকালে খোন্দকার নুরুল ইসলাম ল কলেজ থেকে এই মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রফিক চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম বাদল, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা বলেন, "দেশে পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের মানহানি করার অপচেষ্টা চলছে। শহীদ জিয়ার ছবি অবমাননা করে দেশের মুক্তিযুদ্ধ ও ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।"
তারা আরও বলেন, এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তোলা হবে। অচিরেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও জানান নেতারা।
বিভি/এজেড
মন্তব্য করুন: