• NEWS PORTAL

  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

ফাইল আটকে গুন্ডামি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা: হাসনাত

প্রকাশিত: ১৭:০৫, ২৬ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:৪৬, ২৬ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ফাইল আটকে গুন্ডামি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা: হাসনাত

সংবাদ সম্মেলনে কথা বলছেন হাসনাত আব্দুল্লাহ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফাইল আটকে রেখে গুন্ডামি করছেন— এমন গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা স্পষ্ট হয়ে উঠেছে। সময় এসেছে এই মন্ত্রণালয়ে বড় ধরনের সংস্কারের।

রবিবার (২৬ অক্টোবর) সকালে হাসনাত আব্দুল্লাহসহ এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে ১৫ দফা প্রস্তাবনা জমা দেন। স্বচ্ছতা রক্ষার্থে বিসিএসের প্রিলি, লিখিত ও ভাইভার মার্কস প্রকাশ করাসহ ১৫ দফা প্রস্তাবনা নিয়ে পিএসসি চেয়ারম্যানের সঙ্গে দুই ঘণ্টা আলোচনা করেন এনসিপির প্রতিনিধি দল। পরে এক সংবাদ সম্মেলনে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘সচিবালয়ে দিনের পর দিন ফাইল আটকে রেখে গুন্ডামি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এই মন্ত্রণালয়ের সংস্কার এখন সময়ের দাবি।’ 

পিএসসির আন্তরিকতার ঘাটতি নেই উল্লেখ করে হাসনাত বলেন, ‘পিএসসি আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা স্পষ্ট। পিএসসি চেষ্টা করলেও তারা এখনও নানা জায়গায় সীমাবদ্ধ।'

এনসিপির এই নেতা আরও বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের আমলারা ভাগ-বাটোয়ারা আর পোস্টিং নিয়ে ব্যস্ত। বর্তমান আমলারা বাস্তবতা ধারণ করতে পারছেন না, মান্ধাতার আমলের মনোভাব নিয়ে চলছেন তারা। যুগের সাথে তারা তাল মিলাতে পারছেন না।’

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2