• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

‘আ. লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাতে ভারতকে দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে’

প্রকাশিত: ০৯:১৬, ৬ নভেম্বর ২০২৫

আপডেট: ০৯:১৭, ৬ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
‘আ. লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাতে ভারতকে দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে’

ছবি: আলতাফ হোসেন চৌধুরী

বিএনপির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনে মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, এই দেশে একজন লোক বেঁচে থাকতেও আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না।

তিনি বলেন, বর্তমান সরকার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছে, অথচ খুনি শেখ হাসিনা পালিয়ে গেছে। তার প্রেতাত্মারা এখন নির্বাচনের নামে প্রহসনের চেষ্টা করছে। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাতে ভারতকে দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে।

বুধবার (৫ নভেম্বর) বিকালে মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।

সভায় সভাপতিত্ব করেন আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জলিলুর রহমান।

সভায় আরও বক্তব্য রাখেন—বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মো. জাফর ইমাম সিকদার, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, উপজেলা বিএনপির সদস্য ও সুবিদখালী সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ড সভাপতি কিসলু মোল্লা এবং ইউনিয়ন মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক রোকেয়া মতিন প্রমুখ।

সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস।

আলতাফ হোসেন চৌধুরী তার বক্তব্যে আরও বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে যখন দেশের মানুষ মাঠে নেমেছিলো, তখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন। তিনি একাই নন, তার স্পিকার, মন্ত্রী-এমপি, আত্মীয়-স্বজন— এমনকি মসজিদের ইমাম সাহেবও পালিয়ে গিয়েছিলেন। সেই খুনি হাসিনাকে পৃথিবীর কেউ আশ্রয় না দিলেও ভারত আশ্রয় দিয়েছে। তাই ভারত আমাদের বন্ধু হতে পারে না।’

তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে শেখ হাসিনার সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। জনসভায় উপস্থিত হাজারো মানুষের দিকে ইঙ্গিত করে বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন, ‘এখানে এমন একজনও নেই যার বিরুদ্ধে মিথ্যা মামলা ছিল না। কেউ নিজের বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে পারেনি। আজ সেই দুঃখের রজনী শেষ হয়েছে।’

তিনি স্বৈরাচারের প্রেতাত্মাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

জনসভা শেষে সন্ধ্যায় তিনি মির্জাগঞ্জ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

বিভি/এআই

মন্তব্য করুন: