• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ‘ঢাকা চলো কর্মসূচি’ জামায়াতের

প্রকাশিত: ১৪:৫১, ৬ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ‘ঢাকা চলো কর্মসূচি’ জামায়াতের

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আগামী ১১ নভেম্বর ঢাকা চলো কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। একইসাথে নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে দলটি।  

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপদেষ্টা আদিলুর রহমান প্রধান উপদেষ্টার পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন। 

এর আগে, নয়াপল্টনে সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদে যা দেওয়া হয়েছে তা হুবহু অন্তর্ভুক্ত করতে হবে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করার হুঁশিয়ারি দেন তিনি। জুলাই সনদ বাস্তবায়নের সময় ক্ষেপণ সরকারকে বিপদে ফেলবে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের পর আর রক্ত দিতে হবে না কিন্তু আবারো রাজপথে নামতে হয়েছে তাদের। প্রয়োজনে আবারো রক্ত দিয়ে হলেও জুলাই অর্জনকে ব্যর্থ হতে দেবে না।

জামায়াত নেতা তাহের বলেন, ‘আর হিংসা, রাজনৈতিক বিরোধ নয়। জাতি মনে করে মেজর দলগুলো বসে শুধু জুলাই সনদ নয়, আগামী নির্বাচন কীভাবে হবে, সেই বিষয়ে আলোচনা করবে। সেই আলোচনায় নির্বাচনে ভোট ডাকাতি হবে না— দলগুলোকে এই বিষয়ে ঐকমত্য পোষণ করতে হবে। সেটি টেলিভিশনে সম্প্রচার করতে হবে। জাতির কাছে টেলিভিশনে ওয়াদা করতে হবে কেন্দ্র দখল হবে না। কোনো দল সেটি করলে সেই কেন্দ্রের ভোট বাতিল হবে, এমন ঘোষণা দিতে হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: