যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তারা গণতন্ত্রের শত্রু: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যতোটুকু ঐকমত্য হয়েছে তার ভিত্তিতে সনদ সাক্ষরিত হয়েছে, এখন আর এসব বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই। যারা এর বাইরে গিয়ে নিজেদের দাবি-দাওয়া জনগণের এবং অন্য দলের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের গণতন্ত্রের পথে, নির্বাচনের পথে আসার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, এর বাইরে গিয়ে রাস্তাঘাট গরম করে সাংঘর্ষিক রাজনীতির দিকে গেলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবেনা। শুক্রবার (৭ নভেম্বর) বিকালে নগরীর দুই নম্বর গেটস্থ বিপ্লব উদ্যানে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, যারা আগামী নির্বাচনকে বাধাগ্রস্থ করতে চাচ্ছে, বিলম্বিত করতে চাচ্ছে, তারা গণতন্ত্রের শত্রু, বাংলাদেশের শত্রু। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সংসদ, নির্বাচত সরকার না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন শেষ হবে না।
সমাবেশে বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: