• NEWS PORTAL

  • রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

তারেক রহমানের ৩১ দফার আলোকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: রহমাতুল্লাহ

প্রকাশিত: ২১:০৬, ৮ নভেম্বর ২০২৫

আপডেট: ২১:০৬, ৮ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
তারেক রহমানের ৩১ দফার আলোকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: রহমাতুল্লাহ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শনিবার (৮ নভেম্বর ) বরিশালস্থ নিজস্ব বাসভবনে বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি বরিশাল ইউনিট শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় রহমাতুল্লাহ বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের প্রতিটি নাগরিকের জন্য রাষ্ট্রীয়ভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। গত ৫৪ বছরে সাধারণ মানুষের জন্য প্রকৃত অর্থে স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়নি এই ব্যর্থতা আমরা কাটাতে চাই।

তিনি আরও বলেন, অর্থের অভাবে যেসব মানুষ চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্য রাষ্ট্রীয় অর্থে চিকিৎসা ব্যবস্থা চালু করা হবে। নারীদের মাঝে ‘স্বাস্থ্যসেবা কার্ড’ বিতরণ করা হবে, যাতে দেশের প্রত্যন্ত এলাকার নারীরাও বিনামূল্যে ও মানসম্মত চিকিৎসা নিতে পারেন।

১৭ বছরে স্বাস্থ্যখাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কথা উল্লেখ করে রহমাতুল্লাহ বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে স্বাস্থ্যখাত দুর্নীতিতে জর্জরিত ছিলো। বিএনপি সরকার ক্ষমতায় গেলে এই দুর্নীতিবাজদের বিচার করে স্বাস্থ্যখাতকে মুক্ত করা হবে।

তিনি সভায় উপস্থিত সকল সরকারি কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের পরিবর্তনের জন্য ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী নির্বাচন হবে জনগণের মুক্তির যুদ্ধ।

কর্মসূচিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বরিশাল ইউনিট শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন: