• NEWS PORTAL

  • রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

খাগড়াছড়িতে ধানের শীষের পক্ষে গণসংযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৮, ৯ নভেম্বর ২০২৫

আপডেট: ১৮:৫৩, ৯ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে ধানের শীষের পক্ষে গণসংযোগ

খাগড়াছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার সমর্থনে জেলার বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের বিরামহীন প্রচারণা অব্যাহত রয়েছে।

রবিবার (৯ নভেম্বর) দিনব্যাপী খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সভাপতি মুফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম  রাসেলের  নেতৃত্বে কমলছড়িতে, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর, সদস্য সচিব নুর মোহাম্মদ হৃদয় ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম ও সাবেক সিনিয়র সহ-সভাপতি বাপ্পি মজুমদার নেতৃত্বে খাগড়াছড়ি সরকারি কলেজ এলাকায় ও  জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সহ-সভাপতি নাসির সিকদার, আমির খান ঝিনুক, যুগ্ম সম্পাদক কমল বিকাল ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিমের নেতৃত্বে একাধিক দলে বিভক্ত হয়ে পানছড়ি উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়ার সমর্থনে গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এছাড়াও জেলার ৪০টি স্থানে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়ার সমর্থনে গণসংযোগ হয়েছে। 

এ সময় নেতাকর্মীরা বিগত ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালীন বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র প্রদর্শন করে।
 

মন্তব্য করুন: