• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

দুপুরে পল্টনে জামায়াতসহ ৮ ইসলামী দলের সমাবেশ

প্রকাশিত: ১০:১০, ১১ নভেম্বর ২০২৫

আপডেট: ১০:১১, ১১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দুপুরে পল্টনে জামায়াতসহ ৮ ইসলামী দলের সমাবেশ

রাজধানীর পুরানা পল্টন মোড়ে আজ (মঙ্গলবার) জামায়াত ইসলামীসহ ৮ ইসলামী দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নির্দেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করেছে দলগুলো। 

সোমবার (১০ নভেম্বর) রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে বৈঠক করেন আট দলের নেতারা। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেওয়া হয়।

দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই সমাবেশের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির শীর্ষ নেতারা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বক্তব্য রাখবেন।

সমাবেশকে ঘিরে পল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: