প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানালেন ১২ দলীয় জোটের নেতৃবৃন্দ
জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছে ১২ দলীয় জোটের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে তারা বলেন, সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হবে বলে যে ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দিয়েছেন, তা অত্যন্ত সময়োপযোগী এবং বাস্তবধর্মী পদক্ষেপ। দেশের সাধারণ জনগণ প্রধান উপদেষ্টার এ ঘোষণায় উৎফুল্ল হয়েছেন।
এর মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছিল তা কেটে গেছে। আমরা বিশ্বাস করি, দেশের সকল রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার এই ঘোষনার পর আর কোনো নতুন দাবি উত্থাপন না করে পুরোপুরি নির্বাচনী কর্মকাণ্ডে নিয়োজিত হবেন।
তারা বলেন, জাতীয় নির্বাচনে পাশাপাশি একইদিন গণভোট করার সিদ্ধান্ত একটি যুগান্তকারী পদক্ষেপ।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন - মোস্তফা জালাল হায়দার, চেয়ারম্যান, জাতীয় পার্টি ও ১২ দলীয় জোট প্রধান; শাহাদাত হোসেন সেলিম চেয়ারম্যান, বাংলাদেশ এলডিপি ও মুখপাত্র ১২ দলীয় জোট; সৈয়দ এহসানুল হুদা, চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় দল ও সমন্বয়ক ১২ দলীয় জোট; ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ; প্রফেসর নুরুল আমিন বেপারী, চেয়ারম্যান, বিকল্পধারা বাংলাদেশ; লায়ন ফারুক রহমান, চেয়ারম্যান, ন্যাশনাল লেবার পার্টি। শামসুদ্দিন পারভেজ, চেয়ারম্যান, বাংলাদেশ কল্যাণ পার্টি; মাওলানা আব্দুল রকিব, চেয়ারম্যান, ইসলামী ঐক্য জোট; এডভোকেট আবুল কাশেম, মহাসচিব, বাংলাদেশ ইসলামিক পার্টি; আমিনুল ইসলাম, চেয়ারম্যান, ইউনাইটেড লিবারেল পার্টি; এম এ মান্নান, সভাপতি, নয়া গণতান্ত্রিক পার্টি ও ফিরোজ মোঃ লিটন, চেয়ারম্যান, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: