• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

গত দেড় বছরে কোনো প্রতিশোধ নেয়নি জামায়াত: ডা. শফিকুর রহমান

প্রকাশিত: ০৮:২২, ১৯ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
গত দেড় বছরে কোনো প্রতিশোধ নেয়নি জামায়াত: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতের ইসলামীর নেতাকর্মীরা গত দেড় বছরে কোনো প্রতিশোধ নেয়নি বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শেখ হাসিনার বিচার নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুরে প্রীতি সমাবেশে যোগ দিয়ে জামায়াত ইসলামীর আমির এমন দাবি করে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে যতটুকু সহযোগিতা করেছিল, পরবর্তী সময়ে লুটতরাজ করে বিনিময়ে নিয়ে গেছে।

ফ্যাসিবাদী ১৭ বছরে বিপরীত মতের কণ্ঠরোধ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, হাসিনা সরকার দেশকে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। রাস্তায় গুলি করে মন ভরেনি, ফ্যাসিস্ট সরকার আকাশ থেকেও গুলি করে মানুষ মেরেছে বলেও মন্তব্য করে ডা. শফিকুর রহমান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2