• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

ফেনী-২ আসনে মঞ্জুর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৮, ২৩ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ফেনী-২ আসনে মঞ্জুর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে এমপি প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। রবিবার জেলা শহরের একটি সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার মাধ্যমে তার নির্বাচনী কার্যক্রম উদ্বোধন করা হয়।

এদিকে ফেনী সদর উপজেলা জুড়ে মঞ্জুর ব্যানার-পোস্টার টানানো শুরু হয়েছে বলে দলীয় সূত্র জানায়।

ফেনী জেলা এবি পার্টির আহবায়ক মাস্টার আহসানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান। বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল।

সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু বলেন, “ড. ইউনূসের কারণে ভারত বাংলাদেশের সাথে কোনো কিছু করার সাহস পায় না।”

তিনি আরও দাবি করেন, এবি পার্টি জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় কাজ করছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2