• NEWS PORTAL

  • শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

গুজব ছড়িয়ে নির্বাচন প্রতিহত করা যাবে না: ডিএফডি চেয়ারম্যান

প্রকাশিত: ১৬:০৮, ১২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:০৯, ১২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
গুজব ছড়িয়ে নির্বাচন প্রতিহত করা যাবে না: ডিএফডি চেয়ারম্যান

ছবি: বক্তব্য রাখছেন ডিএফডি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ (মাঝে)

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হলেও ১২ ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন নিয়ে জণমনে শঙ্কা এখনো কাটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, দেশি—বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করা, কালো টাকার প্রভাব মুক্ত রাখা, নির্বাচনে পেশিশক্তির ব্যবহার রোধসহ নানামুখী চ্যালেঞ্জ থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়ন্ত্রণে রাখাটাই এখন নির্বাচন কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 

শুক্রবার (১২ ডিসেম্বর) ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে উইসডোম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এসব কথা বলেন। 

তিনি বলেন, এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা বয়ানের মাধ্যমে গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করে তুলছে কিছু দুষ্কৃতিকারী। এরা সমাজে ঘৃণা ছড়িয়ে মব সন্ত্রাস ও ধর্মীয় উসকানি তৈরি করছে। যা আগামী নির্বাচন আয়োজনে বড় প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। 

অনুষ্ঠানের অতিথি ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শহিদুল্লাহ বলেন, গুনগত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করছে আন্তঃ শিক্ষা বোর্ড। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে নকলমুক্ত পরীক্ষা গ্রহণের মাধ্যমে মেধাভিত্তিক সমাজ বিনির্মাণে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের আরও বেশি টেবিলমূখী হওয়ার তাগিদ দেন তিনি। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উইসডোম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সিইও মো. মজিদুল হক, আফীফ আজফার প্রমূখ। চুড়ান্ত প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলসহ অংশগ্রহণকারী বিতার্কিকদের ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2