হাদির ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিএনপির
আসন্ন জাতীয় সংসর্বাচনে দ নিঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দার ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একই সাথে দেশব্যাপী বিক্ষোভের ডাকও দিয়েছে দলটি।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে বিএনপির মিডিয়া সেলে ঘোষিত কর্মসূচিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলায় জড়িত দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা সহ সারাদেশে শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র বিক্ষোভ মিছিল।
এর আগে দুপুর আড়াইটার কিছু আগে রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। তার মাথার ভেতর গুলি রয়েছে। আপাতত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন তিনি।
বিভি/এজেড




মন্তব্য করুন: