• NEWS PORTAL

  • শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

হাদির ওপর হামলার পেছনে বড় ষড়যন্ত্র আছে: নাহিদ

প্রকাশিত: ১৮:১০, ১২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হাদির ওপর হামলার পেছনে বড় ষড়যন্ত্র আছে: নাহিদ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার পেছনে বড় ষড়যন্ত্র আছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন হাদি। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন নাহিদ ইসলাম।  

নাহিদ বললেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশীদার সকল রাজনৈতিক দল নিরাপত্তাহীনতায় আছে। হাদির উপর হামলার ঘটনার পেছনে বড় ষড়যন্ত্র আছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়

তিনি বলেন, দল-মত নির্বিশেষে জুলাই প্রশ্নে আমরা সকলেই এক। এই হামলার পেছনে যারা দোষী তাদের আগামী ২৪ ঘণ্টার মধ‍্যের গ্রেফতার করতে হবে। এমন হামলার জবাব দিতে হবে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে

নাহিদ ইসলাম বলেন, 'নির্বাচন বানচাল করার চেষ্টা চলছে। এ হামলার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। সরকারকে শেষ সুযোগ দিচ্ছি, তারা যদি দোষীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে না পারে কিংবা আওয়ামী লীগ নির্মূল করতে না পারে তাহলে সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।'

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2