দেশে ফিরে নিজেই মনোনয়নপত্র জমা দেবেন তারেক রহমান: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘তারেক রহমান খুব দ্রুতই দেশে ফিরছেন। দেশে এসে তিনি নিজেই মনোনয়নপত্র জমা দিবেন।’ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে এক কর্মী সভায় তিনি এ কথা জানান।
ঢাকায় স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলির ঘটনায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন যাতে হতে না পারে সেজন্য অনেক ষড়যন্ত্র আগেও হয়েছে। এখনও সেই ষড়যন্ত্র অব্যাহত আছে। কিন্তু, নির্বাচন ১২ ফেব্রুয়ারিই অনুষ্ঠিত হবে। কেউ নির্বাচনকে ঠেকাতে পারবে না।
বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের জনগণ নির্বাচনের জন্য প্রন্তুত। সারাদেশে ধানের শীষের গণজোয়ারও শুরু হয়েছে। এই নির্বাচনকে আর কেউ ঠেকাতে পারবে না। জনগণ ১৭ বছর পর তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তার মালিকানা ফিরে পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
আমীর খসরু আরও বলেন, গণতন্ত্রের পথ থেকে বিএনপিকে কেউ সরাতে পারেনি। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পরে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। এখন আর আগের মতো রাজনীতি হবে না। আগামীর রাজনীতি হবে বাংলাদেশের মানুষের প্রত্যাশ্যা পূরণের। দলের নেতাকর্মীদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করার নির্দেশও দেন বিএনপির এই সিনিয়র নেতা।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: