ওসমান হাদির সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় মেডিকেল বোর্ডের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বোর্ড জানায়, গুলিবিদ্ধ ওসমান হাদির মস্তিষ্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অপারেশন সম্পন্ন হওয়ায় তাকে কনজারভেটিভভাবে ম্যানেজ করতে হবে। বর্তমানে তার কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে আবার ব্রেনের সিটি স্ক্যান করা হবেও বলে জানানো হয় বিবৃতিতে।
তারা জানান, হাদির ব্রেন স্টেমে ইনজুরির কারণে ব্লাড প্রেশার ও হার্ট বিট ওঠানামা করছে। হার্ট রেট কমে গেলে টেম্পোরাররি পেস মেকার লাগানার জন্য টিম সার্বক্ষণিক রেডি আছে।
এর আগে, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় ওসমান হাদিকে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: