• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

কোনো ষড়যন্ত্র নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না: মির্জা ফখরুল

প্রকাশিত: ০৯:৫০, ১৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
কোনো ষড়যন্ত্র নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো ষড়যন্ত্র নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। নতুন বাংলাদেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে, নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে। 

রবিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। আশঙ্কা করছি, সামনে আরও বাড়তে পারে।

অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সব বাধা অতিক্রম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও বলেন, বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে বাংলাদেশকে ধ্বংসের ষড়যন্ত্র করেছিল পরাজিত শক্তি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2