সুষ্ঠু নির্বাচন নিয়ে গভীর শঙ্কা প্রকাশ জাপা একাংশের
নিজের প্রস্তাবক ও সমর্থককে প্রকাশ্যে অপহরণের অভিযোগ তুলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। শনিবার (৩ জানুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
আনিসুল ইসলাম মাহমুদ জানান, শনিবার সকালে তার প্রস্তাবক ও সমর্থকসহ দলীয় নেতাকর্মীরা চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে গেলে চট্টগ্রাম-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মীর হেলালের সমর্থকরা তাদের নাজেহাল করেন। ঘটনার পরপর কোতোয়ালি থানাকে জানালে পুলিশ তার প্রস্তাবক ও সমর্থকদের রিটার্নিং অফিসারের কার্যালয়ে যেতে সহযোগিতা করে।
তবে, পুলিশ চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তার প্রস্তাবক ও সমর্থকদের অপহরণ করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। পরে পুলিশ তাদের উদ্ধার করে বলে জানান তিনি।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: