খালেদা জিয়ার জন্য খোলা শোক বইয়ে শোকবার্তা লিখে স্বাক্ষর অ্যাটকোর
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য খোলা শোক বইয়ে শোকবার্তা লিখে স্বাক্ষর করেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন- অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী ও মহাসচিব আব্দুস সালাম। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন তারা।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। এছাড়া, তার পরিবার দ্রুত শোক কাটিয়ে উঠে সুন্দর বাংলাদেশ উপহার দেবে বলে প্রত্যাশা সংগঠনটির।
এসময় বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে উপস্থিত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে জানিয়ে অ্যাটকো সভাপতি বলেন, নির্বাচন নিয়ে কোন কথা হয়নি।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: