• NEWS PORTAL

  • বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

ধর্মের দোহাই দিয়ে যারা বেহেশতের স্বপ্ন দেখায় তারা প্রকৃত ইসলাম মানে না: সালাহউদ্দিন আহমদ 

মোর্শেদুর রহমান খোকন, কক্সবাজার

প্রকাশিত: ১০:৫২, ৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ১০:৫৯, ৪ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ধর্মের দোহাই দিয়ে যারা বেহেশতের স্বপ্ন দেখায় তারা প্রকৃত ইসলাম মানে না: সালাহউদ্দিন আহমদ 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে ধর্মের লেবাস পড়ে যারা বেহেশতের স্বপ্ন দেখায় তারা প্রকৃত ইসলাম চাই না। সুবিধাভোগী একটি রাজনৈতিক দলের নেতারা বিশেষ করে নারী সমাজসহ সাধারণ মানুষের মাঝে ধর্মের নামে এসব বিভ্রান্তি তৈরি করে ভোট চাওয়া হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, মার্কায় ভোট দিলে যদি জন্নাত পাওয়া যায় তাহলে পড়াশুনা ও ধর্ম মানা কী দরকার। তিনি আরও বলেন, দেশের ৯২ ভাগ মুসলমান ইসলাম ধর্ম মানে ও বিশ্বাস করে।

কক্সবাজারের চকরিয়া ফাসিয়াখালী ইউনিয়নে শনিবার (৩ জানুয়ারি) রাতে আলেম ওলামাদের মতবিনিময় সভায় এ কথা বলেন। 

আলেম উলামাদের উদ্দেশ্য সালাহউদ্দিন আহমদ বলেন, ইমাম ও মুয়াজ্জিন ও খতিবেরা আগে রাষ্ট্র থেকে স্বীকৃত কোন ভাতা পেতেন না বা স্বীকৃতি পেতেন না। এই প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল দেশের আলেম সমাজকে রাষ্ট্রীয় ভাবে সম্মানিত করতে ঘোষণা দিয়েছে তাদেরকে একটা ভাতা দেয়া হবে, সেই ভাতার পরিমাণ যাই হোক, রাষ্ট্রীয় তহবিল থেকে তাদের জন্য ভাতা আসবে। সেই সাথে অন্যান্য ধর্মাবলম্বীর উপাসনালয়ে যারা কাজ করেন তাদেরকেও এইরকম ভাতা দেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, যারা আলেম উলামাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য, কোন পরিকল্পনা না দিয়ে শুধু শুধু ইসলামের দোহাই দিয়ে ধর্ম বিক্রি করা শুরু করেছে সেটা থেকে সতর্ক থাকার আহ্বান জানান। 

উলামাদের মতবিনিময় সভায় মুফতি এনামুল হকের সভাপতিত্বে আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম আব্দুল মান্নান, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলী, ফাসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি কুতুবউদ্দিনসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2