প্রশাসনের একটি অংশ বিএনপির দিকে ঝুঁকে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তারেক রহমানের সাথে এনএসআই প্রধানের সাক্ষাতই প্রমাণ করে প্রশাসনের একটি অংশ বিএনপির দিকে ঝুঁকে গেছে।
সোমবার (৫ জানুয়ারি) সকালে আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অংশ হিসেবে এনসিপির আজাদী কর্মসূচির উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন বলেন, প্রশাসনের এমন আচরণ হাসিনার সময়ে দেখা যেত। নতুন বাংলাদেশে এমন আচরণ বলে দেয় ভবিষ্যতে আরেকটি ফ্যাসিজমের দিকে ধাবিত হচ্ছে দেশ।
এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, দীর্ঘদিন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নির্যাতিত বিএনপি ক্রমেই জুলাই আন্দোলনের বিরোধীদের কাছে হাইজ্যাক হয়ে যাচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, যদি প্রশাসন বিএনপিকেই সহযোগিতা করবে, তাহলে নির্বাচনের দরকার কি?
এর আগে ফজরের নামাজের পর আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: