• NEWS PORTAL

  • বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের প্রতি যে আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

প্রকাশিত: ১৪:১১, ৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
তারেক রহমানের প্রতি যে আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

৭১ এর বিরোধী শক্তি যেন রাজনীতিতে ভূমিকা রাখতে না পারে সে বিষয়ে তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট শীর্ষ নেতা বজলুর রশীদ ফিরোজ। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে এমনটা জানান তিনি।

এদিন বেলা সাড়ে এগারোটায় গুলশানে রাজনৈতিক কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময়ে সিপিবি ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানাতে আসেন।

তারেক রহমানের সাথে সাক্ষাত শেষে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি নতুন পরিস্থিতি ও সুযোগ তৈরি হয়েছে।‌ সরকার ও বিরোধীদল সবাই মিলে একসাথে বাংলাদেশকে গড়ে তুলতে চান তারেক রহমান।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা নিয়ে ব্যবসা করেছে। আর আগামীতে মুক্তিযুদ্ধবিরোধীরা যাতে রাজনৈতিকভাবে ভূমিকা না রাখতে পারে সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2