• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

গণসংহতি আন্দোলনের ৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি

প্রকাশিত: ২১:০৫, ৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
গণসংহতি আন্দোলনের ৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি

আবুল হাসান রুবেলকে আহবায়ক ও দেওয়ান আবদুর রশিদ নীলুকে সদস্য সচিব করে গণসংহতি আন্দোলন-জিএসএর ৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণসংহতি আন্দোলন-জিএসএর অংশগ্রহণ সুষ্ঠু ও সংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে ৮ সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। জিএসএর নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলকে আহবায়ক ও রাজনৈতিক পরিষদের সদস্য প্রখ্যাত কৃষকনেতা দেওয়ান আব্দুর রশিদ নীলুকে সদস্য সচিব করে এই কমিটি গঠিত হয়।

রবিবার ৪ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলে জিএসএর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই কমিটির কর্মপরিকল্পনা, দায়িত্ব বণ্টন এবং ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

জিএসএর নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, দলীয় গঠনতন্ত্র ও রাজনৈতিক নীতিমালার আলোকে নির্বাচন পরিচালনা ও সমন্বয়ের বিষয়ে কাজ করবে এই কমিটি। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, জিএসএর রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অপরাজিতা চন্দ, জাহিদুর রহমান সুজন, আবু রায়হান, সাইফুল্লাহ সিদ্দিক রুমন এবং কেন্দ্রীয় পরামর্শক পরিষদের সদস্য গ্রুপ ক্যাপ্টেন মোঃ খালেদ হোসাইন (অবঃ)।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2