• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক 

প্রকাশিত: ১৫:০১, ৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক 

ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সাথে নির্বাচন নিয়ে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় বৈঠকটি শুরু হয়ে শেষ হয় বেলা ১টায়।  

ঢাকা-১৭ আসনের চারটি থানার মধ্যে আজ বৈঠকে বসেছিলেন বনানী থানার নেতাকর্মীরা। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দীনসহ থানা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নাসির উদ্দীন জানান, নির্বাচন নিয়ে এটি ছিলো ধারাবাহিক মিটিংয়েরই অংশ বিশেষ। তারেক রহমান ১৭ আসনে ভোটারদের কি কি সমস্যা আছে তা চিহ্নিত করে সে বিষয়ে ভোটারদের অঙ্গীকার দেবেন বলে জানান। এছাড়া বিকালেও তারেক রহমানের সাথে আরেকটি নির্বাচনী বৈঠক রয়েছে বলেও জানান তিনি।  

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2